PVS GROUP is deeply honored to receive the prestigious Global Excellence Award from the GEA Awards India, standing out among esteemed companies nationwide. As a pioneer in animal healthcare, we take immense pride in our innovative approach, cutting-edge technology, and unwavering commitment to excellence. This recognition underscores our dedication to advancing industry standards and serving as a beacon of innovation for Indian brands globally.
Natural animal feed additives are now widely used in the poultry, dairy & aqua industries to produce safe animal protein. To that end, Avítech & PhyGeno have jointly organized a Technical Seminar on Animal Nutrition. The main aim of this seminar is to increase the technical skills of animal nutritionists working in the Country.
দেশকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়ন অত্যন্ত প্রয়োজন। নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি লাগসই প্রযুক্তি কৃষকের কাছে সহজলভ্য হতে হবে। এসব বিষয় বিবেচনায় বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিলিং প্রযুক্তি প্রদর্শনী “গ্রেইনটেক বাংলাদেশ"২০২৪। গবেষক, প্রস্তুতকারক, সরবরাহকারী, সম্প্রসারণকর্মী এবং প্রযুক্তি ব্যবহারকারী ও কৃষকদের অন্যতম মিলনমেলা এটি ।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং লিমরা এক্সিবিউশন্স যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। আগামী এপ্রিল ২৫ থেকে ২৭, ৩ দিন ব্যাপি এ ১২তম আন্তর্জাতিক গ্রেনটেক বাংলাদেশ-২০২৪ ন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), কুড়িল, ঢাকা, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে।
BANGKOK, Thailand. – Aviagen® Asia Pacific is committed to supporting customers in optimizing their flock management practices for maximum success. The team recently extended a warm welcome to 23 guests from 3F Viet breeder farm, hosting a seminar in Dong Nai Province, Vietnam, on April 3. 3F Viet is a prominent Vietnamese poultry meat company and producer of Aviagen Indian River® birds.
The objective was to connect with the 3F Viet breeder team, sharing knowledge and practical management tools that enable them to enhance their daily farming practices. In doing so, they are empowered to improve the performance, health, welfare and sustainability of their Indian River broilers.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) পাশে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে বেসরকারি খাতকে এই ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন দেশের ডেইরি খাতের প্রতিনিধি হিসেবে এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পোল্ট্রি খাতের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন।
পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন (Animal Health Companies Association of Bangladesh (AHCAB)- এর ২১তম বার্ষিক সাধারণ সভা ১৬ মার্চ ২০২৪ইং তারিখে গ্র্যান্ড বল রুম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় বেলা ০৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আহকাব এর প্রায় সকল সদস্য যোগদান করেন। সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যের পর সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, ২০২৪ সালের বাজেট প্রস্তাব, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।