পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন (Animal Health Companies Association of Bangladesh (AHCAB)- এর ২১তম বার্ষিক সাধারণ সভা ১৬ মার্চ ২০২৪ইং তারিখে গ্র্যান্ড বল রুম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় বেলা ০৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আহকাব এর প্রায় সকল সদস্য যোগদান করেন। সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যের পর সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, ২০২৪ সালের বাজেট প্রস্তাব, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)-এর সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার (৯ মার্চ) সকাল ০৯.০০ ঘটিকায়, কনফারেন্স রুম ইঞ্জিনিয়ারিং অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে একটি বিভাগীয় কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ডীন প্রফেসর ড. খন্দকার মোঃ মোজাফ্ফর হোসেন-এর সভাপতিত্বে দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মোইজুর রহমান, সভাপতি, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

CHESTERFIELD, MO (March 5, 2024) – Novus International, Inc. announces it has completed the acquisition of U.S.-based enzyme company BioResource International, Inc. (BRI). Under the terms of the agreement, NOVUS becomes the owner of all BRI’s products and intellectual property and takes control of the company’s facilities.
 
“This move will allow us to serve our customers better and expand our innovation pipeline further,” says NOVUS President & CEO Dan Meagher. “Enzymes are vital tools for producers to ensure animal health and well-being

প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)। রবিবার (৩ মার্চ) সকালে অধিদপ্তর-এ মহাপরিচালক-এর কার্যালয়ে মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে কোম্পানীর উচ্চ পর্যায়ের কমকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় নবনিযুক্ত মহাপরিচালক দেশের এনিম্যাল হেলথ্ সেক্টরের উন্নয়নে সরকারের পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)-এর অবদানের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এ সেক্টরে আরো কার্যকর অবদান রাখবে এমনটাই

West Bengal Poultry Federation started to organize Poultry fair since 2012 in association with Animal Sources Development department, Govt. of West Bengal. Like previous years, this year too we have organised the same and 10th Kolkata International Poultry Fair 2024 willbe during 06.02.2024 to. 9.02.2024 at Eco Park-Major Artrial Road(South-East,Biswa Bangla Sarani), Action Area II, Newtown, Kolkata, West Bengal-700156.

আদর্শ গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান পপুলার পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় গত ২৫ জানুয়ারী’২০২৪ তারিখে ঢাকার কেরানীগঞ্জ এর আটিবাজারে জিসান পোল্ট্রি এন্ড ফিডের আয়োজনে এবং ২৭ জানুয়ারী’২০২৪ তারিখে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ধনকিপাড়ায় ভূঁইয়া এগ্রো ফার্মস এন্ড পোল্ট্রি ফিডের আয়োজনে খামার ব্যবস্থাপনা বিষয়ক দুইটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত দুইটি সেমিনারে উপস্থিত ছিলেন আদর্শ গ্রুপের ডিরেক্টর জনাব মোঃ আল মামুন, ডিরেক্টর অপারেশন জনাব রতন চন্দ্র নাথ এবং আর এস এম জনাব মোঃ আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ এগ্রোভেট লিমিটেডের হেড অব সেলস্ ডাঃ মোঃ সাইফুল ইসলাম এবং প্রোপাইটরবৃন্দ।

?>