চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বাংলাদেশের সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণার অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত, যা দীর্ঘ ৫০ বছরের গৌরবময় যাত্রায় অসংখ্য সাফল্যের মাইলফলক অর্জন করেছে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এক অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে, যা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠিত।

গত শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ইং, এই ঐতিহাসিক দিনে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে।

Future of Feed Formulation demands Innovation & Sustainable Practices

Innovative and cost-effective feed formulation is essential for ensuring the sustainability and profitability of the livestock industry while providing high-quality animal products. Innovative formulations can enhance the nutritional value of animal products, benefiting consumers. By optimizing nutrient utilization, feed formulations can help reduce the demand for scarce resources like water and land. Innovative formulations can help address food security challenges by finding ways to produce more food with fewer resources. By reducing the environmental impact of livestock production, innovative feed formulations can also help mitigating climate change- speakers made these remarks in a seminar titled “Future of Feed Formulation:  Nutrition, Innovation and Sustainability”, held in Dhaka on 7 December, organized by the Feed Industries Association Bangladesh (FIAB) with support from the U.S. Soybean Export Council (USSEC), Paragon Feeds Ltd., Nourish Poultry and Hatchery Ltd. and ACI Godrej Agrovet Private Ltd.  

মাংস আমদানি হবে আত্মঘাতি সিদ্ধান্ত। বহু বিদেশী সংস্থা আমাদেরকে কম দামে মাংস আমদানির প্রস্তাব দেয়। তাদের এই প্রস্তাবের কারণে সরকারও অনেক সময় চাপে পড়ে যায়। কিন্তু দেশেই মাংস উৎপাদন বাড়ানো সম্ভব। কেবল কোরবানিকেন্দ্রিক মাংসের বাজার বিবেচনা না করে সারা বছর কি পরিমাণ মাংসের চাহিদা থাকে তা বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। মাংসের দাম কেনো বাড়ে তার কারণ খুঁজে বের করতে হবে বিএলআরআইকে। দেশীয় জাতসমূহের উন্নয়নের মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ সমাপনী অনুষ্ঠান গত ০২/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিএলআরআই এর মূল কেন্দ্র সাভারে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কর্মশালাটির সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) জনাব মোঃ ছায়েদুজ্জামান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

প্রাণিসম্পদ সেক্টর বাংলাদেশের অর্থনীতি এবং জনগণের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিপুল জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে প্রাণিসম্পদ একটি প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের মানুষের দৈনন্দিন পুষ্টির একটি বড় অংশ আসে প্রাণিসম্পদ থেকে। গরু, ছাগল, হাঁস, মুরগি—এগুলো থেকে প্রাপ্ত মাংস ও ডিম মানুষের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, প্রাণিসম্পদ থেকে নিরাপদ আমিষ সরবরাহ নিশ্চিত করতে হলে প্রাণিসম্পদ সেক্টরের একটি সার্বিক রিফর্ম এবং উন্নতমানের ভেটেরিনারি সার্ভিস নিশ্চিত করা প্রয়োজন। ভেটেরিনারি সার্ভিসকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করা, ইউনিয়ন লেভেলে ভেটেরিনারি সার্জন নিয়োগ এবং আধুনিক ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠা এই সেক্টরের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

৩০ জুন ২০২৪: দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের ৯জন গবেষককে রিসার্চ গ্রান্ট প্রদান করেছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি)। গতকাল ওয়াপসা-বিবি কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে ৯ গবেষকের প্রত্যেকের হাতে অনুদানের চেক তুলে দেন সংগঠনটির সভাপতি মসিউর রহমান। প্রকল্প প্রতি অনুদানের পরিমাণ এক লক্ষ টাকা মাত্র। পুরস্কৃত ৯ জন গবেষক হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মোঃ সাব্বির রহমান ও পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আবদুল সায়িদ সিদ্দিকী; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের উত্তমা আচার্জী; চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডেইরী এন্ড পোল্ট্রি সাইন্স
?>