বাংলাদেশ লাইভস্টক এবং এগ্রো সেক্টরের অন্যতম প্রধান প্রতিষ্ঠান সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর বার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ একটি সুন্দর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
“প্রত্যাশার চেয়ে অধিকতর গ্রাহক সেবা নিশ্চিত করা আমাদের লক্ষ্য”- এ প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠান সেঞ্চুরী এগ্রো লিমিটেড দীর্ঘদিন ধরে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে শুধুমাত্র তার গুনগত মানসম্মত প্রোডাক্ট সরবরাহের মাধ্যমে। অত্র প্রতিষ্ঠানের বিগত বছরে মার্কেটসমূহ নিয়ে আলোচনা-পর্যালোচনা; ২০২৫ সালের বাজেট ও তা পূরণের জন্য করণীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা এবং ২০২৪ সালে টার্গেট অর্জনকারী বিক্রয় কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণের
জন্য গত ১৮ জানুয়ারি-২০২৫ ইং তারিখে Annual Sales Conference-2024 নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত Green Garden Restaurant এ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, ডাইরেক্টর মার্কেটিং ও অন্যান্য ডাইরেক্টর, শেয়ার হোল্ডারবৃন্দ এবং কোম্পানীর সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সারাদিনব্যাপি এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন কোম্পানীর ডাইরেক্টর মার্কেটিং মোঃ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে কো¤পানির পরিচিতি, বিভিন্ন ডিভিশন, চেয়ারম্যান ও ডাইরেক্টবৃন্দের পরিচিতি এবং Century Medicare Limited এর নতুন ফ্যাক্টরির কার্যক্রমের ভিডিও ক্লিপ প্রদর্শন করেন। এরপর Century Medicare Limited এর পক্ষে মোঃ শহিদুল ইসলাম জনী (সিনিয়র ব্রান্ড এক্সিকিউটিভ), Seeds & Crop Care Division এর পক্ষে মোঃ মাহমুদুর রহমান (ডেপুটি সেলস ম্যানেজার), Aqua Division এর পক্ষে কৃষিবিদ মোঃ মাহামুদুন্নবী তালুকদার (প্রোডাক্ট এক্সিকিউটিভ) এবং Animal Health Division এর পক্ষে ডাঃ মোঃ খালিদ হাসান (সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ) Sales Analysis-2024 ও Budget-2025 উপস্থাপন করেন।
পরবর্তীতে Century Medicare Limited এর মোঃ হাসানুজ্জামান (অপারেশনাল হেড); Seeds & Crop Care Division এর কৃষিবিদ ফয়সাল আহমেদ (এসিসট্যান্ট ম্যানেজার) ও মোঃ মাহমুদুর রহমান (ডেপুটি সেলস ম্যানেজার); Aqua Division ও Animal Health Division এর পক্ষে ডাঃ মোঃ আকরামুজ্জামান (মার্কেটিং ম্যানেজার); সেলস এ কর্মরত সকল ডির্পাটমেন্টের ম্যানেজারবৃন্দ; সকল ডিপো, হেড অফিসে কর্মরত বিভিন্ন ডির্পাটমেন্টের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং ২০২৫ সালের কোম্পানীর বাজেট পূরণের লক্ষ্যে তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনে অঙ্গিকারবদ্ধ হন। হেড অফিসের বিভিন্ন কর্মকর্তাগণের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাহবুব আলম (ম্যানেজার, একাউন্টস ও অডিট); মোঃ আব্দুল লতিফ (ডেপুটি ম্যানেজার, হিসাব বিভাগ) এবং মোঃ রুবেল হাসান (এসিসট্যান্ট ম্যানেজার, লজিস্টিক ও এডমিন)।
এরপর কোম্পানীর Best performer of The Year, Best Supervisor, Best seller এর মধ্যে পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।
অতঃপর কোম্পানীর ডাইরেক্টর মার্কেটিং মোঃ আনোয়ার হোসেন ২০২৪ সালের সেলস সম্পর্কে ও বাজেট-২০২৫ অর্জনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তার এই প্রাণবন্ত ও সাবলীল বক্তব্য তার মার্কেটিং টিমকে আরও অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর ডাইরেক্টর শাহনাজ বেগম, ডাইরেক্টর মোঃ রাশেদ তানভীর এবং কোম্পানীর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা। এরপর কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এস. এম. সিরাজুল ইসলাম মার্কেটিং টিম কর্তৃক উত্থাপিত বিভিন্ন দাবী অনুমোদন করেন এবং সকলের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখেন। সর্বশেষে চেয়ারম্যান মোঃ কবির রেজা, তার দিক নিদের্শনামূলক বক্তব্য পেশ করেন এবং কোম্পানীর উত্তরোত্তর সফল্য কামনা করেন।
পরিশেষে, কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এস. এম. সিরাজুল ইসলাম তার সমাপনী বক্তব্য দেন। উক্ত বক্তব্যে তিনি কোম্পানীর সাথে সংশ্লিষ্ট কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেয়ার হোল্ডারবৃন্দ ও অতিথীবৃন্দ সকলকে ধন্যবাদ জানান এবং ২০২৪ সালে বাজেটের চেয়ে অনেক বেশী সেল্স এর প্রত্যাশা ব্যক্ত করেন। তার এই মূল্যবান বক্ত্যবের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।