১৬ অক্টোবর ২০২৪: ডিমের বাজারের চলমান অস্থিরতা দূর করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি দামে ডিম বিক্রির বিশেষ কার্যক্রম। রাজধানীতে অবস্থিত ডিমের প্রধান দুই পাইকারি বাজার- তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহ করার মাধ্যমে ডিমের দামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু করা হলেও সারাদেশেই এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

 

ডিম উৎপাদনকারি দেশের অপেক্ষাকৃত বড় খামারগুলো এ ডিম সরবরাহ করবে বলে জানিয়েছে, এ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৪টায় ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক জনাব মো. আলীম আখতার খান, রাজধানীর কাপ্তান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং ম্যাভেরিক ইনোভেশন এর মধ্যে সমঝোতা স্মারক গত সোমবার (৭ অক্টোবর ২০২৪ ) দুপুর ১২ টায় পশুপালন অনুষদীয় কনফারেন্স হলে স্বাক্ষরিত হয়েছে।

পশুবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. বাপন দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি প্রফেসর ড. সচ্চিদানন্দ দাশ চৌধুরী, ডীন কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, পশুপালন অনুষদীয় ডীন প্রফেসর ড. মো: রুহুল আমীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক,

২৮ সেপ্টেম্বর ২০২৪: বাংলাদেশে তৈরি পোষাক শিল্পকে প্রাধান্য দেয়া হয় কারণ তাঁদের ব্যবসার কারণে বড় অংকের বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়; বিদেশে কর্মরত শ্রমিকদের গুরুত্ব দেয়া হয় কারণ তাঁরা রেমিট্যান্স পাঠায় কিন্তু যে খামারিদের কারণে আমরা খাদ্য পাই, সুস্থ থাকি, বেঁচে থাকি তাঁদের কথা কেউ বলেন না। আজ রাজধানীতে অনুষ্ঠিত ঈড়ংঃ-ঊভভবপঃরাব ধহফ ঝঁংঃধরহধনষব চড়ঁষঃৎু চৎড়ফঁপঃরড়হ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা খাদ্য নিরাপত্তার জন্য কৃষিখাতের দিকে তাকাই। কৃষিখাত থেকে চাল, ডাল, সব্জি পাওয়া যায় ঠিকই কিন্তু মাছ, মাংস, ডিম, দুধ পেতে হলে মৎস্য ও প্রাণিসম্পদখাত ছাড়া বিকল্প নেই। মিজ্ ফরিদা আখতার বলেন- ছাত্র-জনতার আন্দলনে আহতদের চিকিৎসার সময় অনেকের ক্ষেত্রে বারবার এন্টিবায়োটিক পরিবর্তন করতে হয়েছে; কারণ অনেক এন্টিবায়োটিক কাজ করছে না। তাই ডিম, দুধ, মাংসকে এন্টিবায়োটিকমুক্ত ও নিরাপদ করা অত্যন্ত জরুরি।

September 28-2024, World’s Poultry Science Association-Bangladesh Branch (WPSA –BB) organized an International Technical Seminar on “Sustainable Poultry Production” in a packed gathering at Hotel Radisson Blu, Dhaka, Bangladesh.

Ms. Farida Akhter, honorable adviser, Ministry of Fisheries and Livestock, was present as the Chief Guest & inaugurate on the occasion. Internationally renowned poultry experts from home and abroad, proprietors of various prestigious institutions,


গত ২১/০৯/২০২৪ ইং রোজ শনিবার সন্ধ্যায় কৃষিবিদ ইনিস্টিউটের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশ ফিশারীজ এক্সিকিউটিভ এসোসিয়েশন” কেন্দ্রীয় আহবায়ক কমিটির সাধারণ মাসিক সভা।
সভায় কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়কগণ, সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং গাজীপুর আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং

“কৃষি খাতে সবার আগ্রহের কথা চিন্তা করে বাৎসরিক “এগ্রো বিজনেস ডাইরেক্টরী” নামে একটি নতুন ইংরেজি ডাইরেক্টরী প্রকাশ হতে যাচ্ছে। এই ডাইরেক্টরীতে কৃষি সম্পর্কিত সকল কর্পোরেট তথ্য থাকবে । “এগ্রো বিজনেস ডাইরেক্টরি” একটি আধুনিক ডাইরেক্টরী যা কৃষি খাতের সকল স্টেকহোল্ডারদের জন্য একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করবে।

?>