গত ৭ ই ফেব্রুয়ারী "রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন "এর বার্ষিক বনভোজন " স্বপ্নপুরি,নবাবগঞ্জ, দিনাজপুর, এ অনুষ্ঠিত হয়ে গেল।
ঐদিন খুব সকাল বেলা রওনা দিয়ে ১১ টার দিকে ফ্যামিলি এবং স্পন্সর মেম্বার সহ প্রায় ১০০জন স্বপ্নপুরি পৌছায়।নাস্তা সেরে সবাই ফ্যামিলি নিয়ে বিভিন্ন রাইট এ চড়া সহ, স্বপ্নপুরির সৌন্দর্য উপভোগ করে।এদিকে সবার ঘুরাঘুরি চলার ফাঁকে বাবুর্চি দুপুরের খাবার রান্না শেষ হয়ে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে ফেলি।

২৫ জানুয়ারী  ২০২৫, রোজ শনিবার ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ এর আয়োজনে বিভাগীয় কর্মশালা বরিশাল বিভাগ , পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুমকি ক্যাম্পাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানণীয় ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রানিসম্পদ অধিদপ্তর এর বরিশাল বিভাগীয় পরিচালক জনাব ডাঃ মোঃ লুৎফর রহমান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ এর এক্সিকিউটিভ মেম্বার,  ডাঃ মোহাম্মদ আল আমীন।


দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘গ্রুপ কিউএ’-এর অঙ্গপ্রতিষ্ঠান আবেদিন এগ্রোভেট লিমিটেড কর্তৃক ১৫ এবং ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে "Conquer the challenge, Thrive together"  শীর্ষক প্রতিপাদ্যকে মুলমন্ত্র করে দুই দিনব্যাপী “Kickoff Meeting 2025” সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনটি “আনন্দ ভ্রমণ” এর মাধ্যমে উদযাপিত হয় নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে। এদিনের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল ঐতিহাসিক স্থান দর্শন, বিভিন্ন খেলাধুলার ইভেন্ট এবং এসব ইভেন্টে অংশগ্রহণ করেন আবেদিন এগ্রোভেট লিমিটেড-এর সকল সহকর্মী।

We are delighted to announce that Dr. Fazlul Karim kishor, an esteemed professional in the poultry and livestock industry with over 13 years of experience, has joined Farmers Agrovet Limited as the Business Director. Dr. Karim brings with him a wealth of expertise, leadership, and strategic vision that promises to elevate the company to new heights.

এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ এর নবগঠিত কমিটি গত ডিসেম্বরের ৯ তারিখে উত্তরাস্থ হোটেল সী শেলে প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। উক্ত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন কৃষিবিদ আমির হোসেন সানী, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবীর এবং সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমক।
দেশের বেসরকারি কৃষি সংশ্লিষ্ট খাতে কৃষিবিদ এবং নন কৃষিবিদ ব্যক্তিবর্গ যারাএই খাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের স্বার্থসংশ্লিষ্ট এবং একত্রীকরণের উদ্দেশ্যে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশের যাত্রা।

[ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪] দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তাদের কল্যাণে অত্যাধুনিক ও সেরা মানের ফিড বা পশুখাদ্য বাজারে এনেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। সম্প্রতি রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক মনোরম অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। আকিজ ফিড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে পোল্ট্রি, গবাদি পশু এবং মাছ চাষের উৎপাদনশীলতায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, এমনটি আশা করা হচ্ছে।

?>