বিএলআরআইতে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ সমাপনী অনুষ্ঠান গত ০২/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিএলআরআই এর মূল কেন্দ্র সাভারে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই কর্মশালাটির সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) জনাব মোঃ ছায়েদুজ্জামান ও প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

অনুষ্ঠানের শুরুতেই দুইদিনব্যাপী চলা এই কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের পরামর্শ ও সুপারিশমালা উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রাণী উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. বিপ্লব কুমার রায়। সুপারিশমালা উপস্থাপনের পরে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশোত্তর পর্ব। পর্বটি পরিচালনা করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ একটি গুরুত্বপূর্ণ খাত। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদেনে কাজ করছে দেশের সকল পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও খামারিগণ। প্রাণিজ আমিষের চাহিদা বেড়েছে। আর এই বাড়তি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিএলআরআই। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে বিএলআরআই এর প্রযুক্তি ও প্যাকেজ উদ্ভাবন প্রশসংনীয়।

এসময় তিনি আরও বলেন, টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও জনপ্রিয় প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে ব্যাপক সম্প্রসারণের লক্ষ্যে বিএলআরআই ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে কাজ করতে হবে। পাশাপাশি পরিবেশ দূষণের প্রতি নজর দিয়ে গ্রীনহাউজ গ্যাসের নিগর্মন কমানোর লক্ষ্যে গবেষণা করতে হবে। খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন খরচ কমাতে হবে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দেশীয় জাতসমূহের উৎপাদনশীলতাও বাড়াতে হবে। এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে গবেষণা কার্যক্রম গ্রহণ করতে হবে। সর্বোপরি গুড এনিম্যাল হ্যাজবেন্ড্রি ম্যানেজমেন্ট উদ্ভাবনের লক্ষ্যে কাজ করতে হবে। পাশাপাশি তিনি কর্মশালা হতে প্রাপ্ত বিশেষজ্ঞ পরামর্শ ও সুপারিশমালাকে বিবেচনায় নিয়ে গুরুত্বের আলোকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের উপরেও গুরুত্ব আরোপ করেন।

সভাপতির বক্তব্যে বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের জলবায়ুসহিষ্ণু প্রাণীর জাত উদ্ভাবনে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের দেশীয় জাতসমূহ বিরূপ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে অধিক পারদর্শী, বিরূপ আবহাওয়ায় তাদের উৎপাদনশীলতা তেমন ক্ষতিগ্রস্থ হয় না। তাই নতুন জাত উদ্ভাবনের সময় আমাদের দেশীয় জাতসমূহের উপরে গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব রোগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রাণী ও পোল্ট্রি ফিডের উপরে গুরুত্ব দিতে হবে। বিএলআরআই এর প্রচার-প্রচারণা বৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গ্লোবাল পার্টনারশিপ গড়ে তুলতে হবে।

বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএলআরআই-এর সাবেক মহাপরিচালকগণ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাণী ও পোল্ট্রি উৎপাদন ও খামার ব্যবস্থাপনার সাথে জড়িত বিশেষজ্ঞ এবং সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিএলআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

এবারের কর্মশালায় ০৬ (ছয়)টি সেশনে সর্বমোট ৩৫ (পয়ত্রিশ) টি গবেষণা প্রবন্ধ মৌখিকভাবে উপস্থাপন করা হবে। এর মধ্যে প্রথম দিনে “অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং অ্যান্ড জেনেটিকস” শীর্ষক প্রথম সেশনে ০৬ (ছয়) টি গবেষণা প্রবন্ধ, “বায়োটেকনোলজি এন্ড ডেইরি রিসার্চ” শীর্ষক দ্বিতীয় সেশনে ০৬ (ছয়) টি প্রবন্ধ, “সোশিও-ইকোনোমিকস অ্যান্ড ফার্মিং সিস্টেম রিসার্চ” শীর্ষক তৃতীয় সেশনে ০৫ (পাঁচ) টি প্রবন্ধ উপস্থাপিত হয়। কর্মশালার দ্বিতীয় দিনে “নিউট্রিশন, ফিডস অ্যান্ড ফিডিং ম্যানেজমেন্ট” শীর্ষক চতুর্থ সেশনে ০৬ (ছয়) টি গবেষণা প্রবন্ধ, “এনভায়রনমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট” শীর্ষক পঞ্চম সেশনে ০৪ (চার) টি প্রবন্ধ এবং “অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ডিজিজ অ্যান্ড হেলথ” শীর্ষক শেষ সেশনে সেশনে ০৮ (আট) টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি বিএলআরআই সম্মেলন কক্ষ (চতুর্থ তলা) এর ছাদে বিভিন্ন গবেষণার উপর মোট ৫১ (একান্ন) টি পোস্টারও প্রদর্শন করা হয়।

 

বিএলআরআইতে ‘বার্ষিক গবেষণা পর্যালোদেবজ্যোতি ঘোষ

তথ্য কর্মকর্তা, বিএলআরআই, সাভার, ঢাকা।

ফোনঃ ০১৯১৩৮১০৮৭১

ই-মেইলঃThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

?>