এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশ এর নবগঠিত কমিটি গত ডিসেম্বরের ৯ তারিখে উত্তরাস্থ হোটেল সী শেলে প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। উক্ত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন কৃষিবিদ আমির হোসেন সানী, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবীর এবং সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমক।
দেশের বেসরকারি কৃষি সংশ্লিষ্ট খাতে কৃষিবিদ এবং নন কৃষিবিদ ব্যক্তিবর্গ যারাএই খাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের স্বার্থসংশ্লিষ্ট এবং একত্রীকরণের উদ্দেশ্যে এগ্রো প্রফেশনালস অফ বাংলাদেশের যাত্রা।
[ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪] দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তাদের কল্যাণে অত্যাধুনিক ও সেরা মানের ফিড বা পশুখাদ্য বাজারে এনেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক মনোরম অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। আকিজ ফিড ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে পোল্ট্রি, গবাদি পশু এবং মাছ চাষের উৎপাদনশীলতায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে, এমনটি আশা করা হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে পদোন্নতি (গ্রেড-১) প্রাপ্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)। সোমবার (২রা ডিসেম্বর) বিকালে অধিদপ্তর-এ মহাপরিচালক-এর কার্যালয়ে মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক-কে কোম্পানীর উচ্চ পর্যায়ের কমকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক দেশের এনিম্যাল হেলথ্ সেক্টরের উন্নয়নে সরকারের পাশাপাশি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন)-এর অবদানের কথা স্বীকার করেন। আগামী দিনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এ সেক্টরে আরো কার্যকর অবদান রাখবে এমনটাই আশা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক ।
২৫ নভেম্বর ২০২৪, কক্সবাজারের হোটেল লং বিচ এ নাহার এগ্রো'র উদ্যোগে অনুষ্ঠিত হলো "বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪"। কনফারেন্সে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০০ এর বেশী খামারী এবং পরিবেশক। খামারীরা অনুষ্ঠানে নিজেদের মতামত ব্যাক্ত করেন একই সাথে এই সেক্টরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এক সাথে কাজ করার অংগীকার করেন। প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও পরিবেশকদের অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠান প্রাণবন্ত ও গৌরবময় মুহূর্তে পরিপূর্ণ ছিল।
১৬ অক্টোবর ২০২৪: ডিমের বাজারের চলমান অস্থিরতা দূর করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি দামে ডিম বিক্রির বিশেষ কার্যক্রম। রাজধানীতে অবস্থিত ডিমের প্রধান দুই পাইকারি বাজার- তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহ করার মাধ্যমে ডিমের দামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু করা হলেও সারাদেশেই এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিম উৎপাদনকারি দেশের অপেক্ষাকৃত বড় খামারগুলো এ ডিম সরবরাহ করবে বলে জানিয়েছে, এ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ (বিপিআইসিসি)। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৪টায় ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’ এর মহাপরিচালক জনাব মো. আলীম আখতার খান, রাজধানীর কাপ্তান বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং ম্যাভেরিক ইনোভেশন এর মধ্যে সমঝোতা স্মারক গত সোমবার (৭ অক্টোবর ২০২৪ ) দুপুর ১২ টায় পশুপালন অনুষদীয় কনফারেন্স হলে স্বাক্ষরিত হয়েছে।
পশুবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. বাপন দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি প্রফেসর ড. সচ্চিদানন্দ দাশ চৌধুরী, ডীন কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, পশুপালন অনুষদীয় ডীন প্রফেসর ড. মো: রুহুল আমীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক,