রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৭ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ রিসিপশন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ইন্টার্নশিপের উদ্বোধন করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কেবি এম সাইফুল ইসলাম। এর পরে অনুষদের সকল শিক্ষক এবং ইন্টার্ন শিক্ষার্থীগণ একটি বর্ণাঢ্য রেলি নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্ত্বর প্রদক্ষিণ করেন।
২৭ সেপ্টেম্বর ২০২৩:বাংলাদেশে প্রথম প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল-২০২৩ এর দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল মাঠে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো, নওশাদ আলী।
গত ১৯ সেপ্টেম্বর-২০২৩, রোজ মঙ্গলবার ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের’ (বিপিআইএ) ৫ম কার্যনির্বাহী কমিটির সভা সংগঠনের কার্য্যালয়ে শাহ হাবিবুল হক, সভাপতি বিপিআইএ এর সভাপতিত্বে কার্য্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। দেশের সকল ডিম উৎপাদনকারী খামারিদের অস্তিত্ব সরকারের নির্ধারণ করা ডিমের মূল্যের কারণে হুমকির মুখে পড়েছে, অন্যদিকে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিদেশ থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়ায় দেশের লক্ষ খামারি সর্বশান্ত হওয়ার আতঙ্কের মধ্যে আছেন।
The 2nd day show kicked off with a workshop - "Feed FormulationManaging Costs conducted by WPSA.
The organiser are thankful to Y.S.P. Industries for leading a group of Taiwan poultry and pig farms to visit the show. We had also invited group delegation from India, Myanmar Livestock Federation, and Cambodia Livestock Raisers Association.
ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কে জি এস গ্রুপের অংগ প্রতিষ্ঠান) গত ২৮/৮/২৩ তারিখে ফেনী ফুলগাজিতে পোল্ট্রি ও ক্যটেল ব্যবস্থাপনার উপর টেকনিক্যাল সেমিনার আয়োজন করে। এলিগেণ্ট ফিডের সম্মানিত পরিবেশক ভুইয়া পোল্ট্রির সত্ত্বাধিকারি, খামারিবৃন্দ উপস্থিত থেকে সেমিনার কে প্রাণবন্ত করেন।
২ আগস্ট ২০২৩, সিলেট: বিগত বছর গুলোতে সিলেট বিভাগে পুষ্টিসূচকের যথেষ্ঠ উন্নতি হয়েছে,তবে দুধ উৎপাদনে এখনও অনেকটাই পিছিয়ে। এদিকে সারা দেশে পুষ্টি ও প্রোটিন বিষয়ক জনসচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচুর কাজ হলেও এখনও সাধারণ মানুষের মাঝে তথ্য ও জ্ঞানের অভাব রয়েছে। আছে ভুল ধারণা ও কুসংস্কার। তাই সরকার ঘোষিত পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাস্থ্যবান ও মেধাবি জাতি গঠন করতে হলে -পুষ্টি বিষয় কপ্রচার-প্রচারণায় স্কুলের শিক্ষক ও মসজিদের ইমামদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আজ সিলেট শহরে অনুষ্ঠিত “রাইটটু প্রোটিন” শীর্ষক সেমিনারে পুষ্টি বিশেষজ্ঞ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মসজিদের ইমামগণ এ মতামত তুলে ধরেন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউ.এস.এস.ই.সি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।