দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘গ্রুপ কিউএ’-এর অঙ্গপ্রতিষ্ঠান আবেদিন এগ্রোভেট লিমিটেড কর্তৃক ১৫ এবং ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে "Conquer the challenge, Thrive together" শীর্ষক প্রতিপাদ্যকে মুলমন্ত্র করে দুই দিনব্যাপী “Kickoff Meeting 2025” সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনটি “আনন্দ ভ্রমণ” এর মাধ্যমে উদযাপিত হয় নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে। এদিনের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল ঐতিহাসিক স্থান দর্শন, বিভিন্ন খেলাধুলার ইভেন্ট এবং এসব ইভেন্টে অংশগ্রহণ করেন আবেদিন এগ্রোভেট লিমিটেড-এর সকল সহকর্মী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত জেনারেল ম্যানেজার আফজালুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গ্রুপ কিউএ-এর হেড অফ এইচআর জনাব মহিউদ্দিন আহমেদ এবং চিফ ফাইন্যান্স অফিসার জনাব মাহবুব আলম। দিন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনটিতে মূল Kickoff Meeting অনুষ্ঠিত হয়, যা বগুড়ার অটো ক্রপ কেয়ার লিমিটেড-এর ব্রাঞ্চ অফিসে অবস্থিত "কাসকা" সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন অ্যাসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার ডাঃ কাজী মোঃ সাইফ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণদের মধ্যে গ্রুপ কিউএ-এর কর্ণধার জনাব কাজী এহছানুল আবেদিন, আবেদিন এগ্রোভেট লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান সুমায়ানা আবেদিন, ব্যবস্থাপনা পরিচালক কাজী আয়মান আবেদিন, পরিচালক কাজী আরহাম আবেদিন ও কাজী আতেফ আবেদিন। জেনারেল ম্যানেজার আফজালুল হক চৌধুরী তার স্বাগত বক্তব্যে দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠার জন্য সহকর্মীদের দিকনির্দেশনা দেন। ব্যবস্থাপনা পরিচালক কাজী আয়মান আবেদিন ২০২৪ সালের সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে দিকনির্দেশনা দেন। গ্রুপ কিউএ-এর কর্ণধার কাজী এহছানুল আবেদিন কোম্পানির দীর্ঘমেয়াদী সফলতার জন্য প্রোডাক্ট ব্র্যান্ডিং-এর গুরুত্ব তুলে ধরেন।
অ্যাসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার ডাঃ কাজী মোঃ সাইফ ২০২৪ সালের ব্যবসার পর্যালোচনা এবং ২০২৫ সালের ব্যবসার পরিকল্পনা উপস্থাপন করেন। প্রোডাক্ট সরবরাহ চেইনের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোজাহিদুল আলম ভূঁইয়া। ছয়টি ক্যাটেগরিতে সেলস কার্যক্রমে বিশেষ অর্জনের জন্য পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি শেষ হয় কাজী আতেফ আবেদিন-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি সঠিক প্রোডাক্ট প্রোমোশনের জন্য প্রতিটি প্রোডাক্টের টেকনিক্যাল দিকগুলো আয়ত্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সমাপ্তি হয় একটি গ্রুপ ফটো সেশনের মাধ্যমে।