এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেড এর ১৫ বছর পুর্তি

এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেড এর ১৫ বছর পুর্তি  উপলক্ষ্যে  কোম্পানী কর্মকর্তাদের টিমের বড় একটা অংশ নিয়ে কেক কেটে কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে দারুন এক আনন্দ আয়োজন এর মাঝে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এনামুল হক মোল্লা, কোম্পানীর চেয়ারম্যান মোসাম্মৎ ওজিফা, ডিরেক্টর ওয়াকিল আহমেদ অপু এবং

ওনার সহধর্মীনি  এবং আয়শা আক্তার আজরা কোম্পানীর উর্ধতন কর্ম কর্তা বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন  , জেনারেল ম্যানেজার ফেরদৌস ইসলাম, ডি জি এম সাইফুল আলম,এ জি এম, ডাঃ শাহজামাল হোসেন সবুজ এবং ব্যবস্থাপক এডমিন আবুল হোসেন শেখ এবং রোকনুজ্জমান শিপন। 


১৫ বছর উৎদযাপন কে স্মরনীয় রাখতে কেক কেটে এবং সকল কর্মকর্তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন  কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক।

এ ছাড়া ও একই ভেন্যুতে বাৎসরিক  বিক্রয় সম্মেলন অনুষঠিত হয়, বিক্রয় সম্মেলন এ কোম্পানীর সেলস এন্ড মার্কেটিং ডিপার্টেমেন্ট এর অফিসারদের কর্ম মুল্যায়ন এর ভিত্তিতে  প্রমোশন এবং  বিক্রয়  পারফরমেন্স এর হিসাবে টপ টেন এমপ্লয়ী এওয়ার্ড প্রদান করা হয়।
টপ টেন বেষ্ট এমপ্লয়ী এওয়ার্ড প্রাপ্তরা হলেন।
রফিকুল ইসলাম
,মো শাহজাহান
,মো তারিকুল ইসলাম
,এস এম মুস্তাফিজুর রহমান, মো আনোয়ারুল ইসলাম, মতিউর রহমান নিযামী,বেলাল হোসেন, মো আলী হোসেন।

তিন দিন ব্যাপী এই আনন্দ আয়োজনে স্বতঃস্ফুর্ত ভাবে  সকল ইভেন্ট যেমন ওয়াটার  ভলিবল,  বীচ ফুটবল ,বার বি কিউ নাইট, সহ নানা ধরনের আনন্দ আয়োজন  এবং পুরস্কার বিতরন এর মাধ্যমে  শেষ হয় ১৫ বছর পুর্তি এবং বাৎসরিক বিক্রয় সম্মেলন ২০২৫।

এ সময় কেম্পানীর ব্যাবস্থাপনা কতৃপক্ষ  কোম্পানীর বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছর এ ধারা অব্যাহত  থাকলে  সেলস ডিপার্টমেন্ট এর  নেপাল ট্যুর  এবং  পাঁচজন বেষ্ট এমপ্লয়ীকে পবিত্র মক্কায় উমরাহ হজ করানোর ঘোষনা প্রদান করেন।

 এ সময় কোম্পানীর পরিচালক ওয়াকিল আহমেদ অপু  পোল্ট্রি সংশিষ্ঠ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।এবং সেলস এন্ড মার্কেটিং ডিপার্ট মেন্ট এর জি এম সমাপনী বক্তৃতার মাধ্যমে এবং র‍্যফেল ড্র পুরস্কারের মাধ্যমে  অনুষঠান শেষ করেন।