৬ ষ্ঠ WVPA সম্মেলন ম্যানিলা, ফিলিপাইনে অনুষ্ঠিত


৬ষ্ঠ WVPA ( World Veterinary Poultry Association) সম্মেলনে গত ১৭ ও ১৮ অক্টোবর, ২০২৪ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেরিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়। পোলট্রি  সেক্টরে কর্মরত বিজ্ঞানীদের এই মিলনমেলায় ৫ টি সেকশনে ১২ টি সেশন অনুষ্ঠিত হয়। উক্ত ১২ সেশনে মোট ৩৮ টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়।

এই সম্মেলনের ৪ টি মূল প্রবন্ধ উপস্থাপকের মধ্যে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  সনামধন্য গবেষক  অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ছিলেন অন্যতম একজন। বাংলাদেশ থেকে মূল প্রবন্ধের বাহিরেও আারও ১৬ টি মৌখিক ও ৪ টি পোস্টার উপস্থাপনা ছিল।

উক্ত মৌখিক ও পোস্টার উপস্হাপনাগুলো সম্মেলনে তুলে ধরতে ১৩ জন WVPA এর পোলট্রি গবেষক বাংলাদেশ থেকে যোগদান করেন। সম্মেলন কর্তৃপক্ষ  ২০ টি ভ্রমনভাতার ১০ টি ই বাংলাদেশের গবেষকদের জন্য বরাদ্দ করেন। মূলপ্রবন্ধ, অন্যান্য প্রবন্ধের প্রায় অর্ধেক ও ভ্রমনভাতার অর্ধেক বাংলাদেশের জন্য বরাদ্দ করে ৬ ষ্ঠ   WVPA কর্তৃক বাংলাদেশকে সম্মানীত করে। এ অর্জন WVPA বাংলাদেশ শাখার সদস্যদের সম্মিলিত অর্জন, এ সম্মান শাখার সকল সদস্যদের।  আমরা অংশগ্রহণকারী WVPA এর গবেষকবৃন্দ ৬ষ্ঠ WVPA আয়োজক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি

?>