আজ বাপকা - এর ২০২৪-২৫ সন মেয়াদী কার্যকরী পরিষদের নির্বাচিত ১৭ জন পরিচালকের মধ্য থেকে পোর্টফলিও কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বাপকা) এর ২০২৪-২৫ সন মেয়াদী কার্যকরী পরিষদের ১৭ জন পরিচালক বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়। এই ১৭ জন পরিচালকের মধ্য থেকে আজ ২৯ অক্টোবর ২০২৩ রোজ রবিবার পোর্টফোলিও কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের সময় ছিল: দুপুর ২:০০-৪:০০ টা বিরতিহীন। স্থান: মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, সাইট# ৬৮, ৫ম তলা, মিরপুর#০১, ঢাকা-১২১৬।

একই দিন বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বলে বাপকা-এর ২০২৪-২০২৫ সন মেয়াদের জন্য গঠিত নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়। নির্বাচন বোর্ড সূত্র মতে বাপকা-এর ২০২৪-২০২৫ সন মেয়াদী পরিচালনা পর্ষদেও পোর্টফোলিও কমিটির সভাপতি, সহ-সভাপতি ১, সহ-সভাপতি ২, সেক্রেটারি জেনারেল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ট্রেজারার, অর্গানাইজিং সেক্রেটারি পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাপকা এর ২০২৪-২০২৫ সন মেয়াদী পোর্টফোলিও কমিটির নির্বাচনে বিজয়ী প্রার্থির তালিকাঃ


নির্বাহী সদস্য হলেন যথাক্রমেঃ
(০১) মোহাম্মদ তারেক সরকার ফিসটেক (বিডি) লিমিটেড, (০২) মোহাম্মদ আফতাব আলম-ইমপেক্স মার্কেটিং লিমিটেড, (০৩) জোবায়ের আব্দুল্লাহ জামান- এগ্রো কেয়ার লিমিটেড, (০৪) মোঃ খায়রুল কবীর-কাস ট্রেড, (০৫) মোহাঃ আনোয়ার হোসেন-সেঞ্চুরী এগ্রো লিমিটেড, (০৬) শহীদুল আলম চৌধুরী- গোল্ডেন একুয়াটেক, (০৭) মাহমুদুল হাসান-নিয়নস লিমিটেড, (০৮) মদন কুমার বর্মন-জেনিক একুয়া, (০৯) তাহমিনা আক্তার লিমা-ফিনিক্স ফার্মা লিমিটেড, (১০) আব্দুল্লাহ আল আজিম-ওয়াইজম্যান গাইডেন্স লিমিটেড।

?>