আগামী ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২৩।

বাংলাদেশের প্রাণীজ খাতের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) কর্তৃক নিয়মিতভাবে আন্তর্জাতিক মেলা আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ম আহকাব আন্তর্জাতিক মেলা-২০২৩ আগামী ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর ২০২৩ইং তারিখে ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে।  কৃষিভিত্তিক অর্থনীতির এই দেশের প্রাণীজ খাতে আমাদের আরো অগ্রগতির সক্ষমতা রয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এদেশের আপামর মানুষের জন্য নিরাপদ প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিত করাসহ রপ্তানীর সক্ষমতা অর্জনের লক্ষ্যে অত্র এসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মেলাকে সাফল্যমন্ডিত করণের লক্ষ্যে ইতোমধ্যে ১৭ সদস্য বিশিষ্ট ‘ভেন্যু ম্যানেজমেন্ট সাব-কমিটি’, ৫ সদস্য বিশিষ্ট ‘আইটি ও মিডিয়া ম্যানেজমেন্ট সাব-কমিটি’, ৬ সদস্য বিশিষ্ট ‘ব্র্যান্ডিং সাব-কমিটি’, ৬ সদস্য বিশিষ্ট ‘প্রিন্টিং এন্ড পাবলিকেশনস্ সাব-কমিটি’, ৪ সদস্য বিশিষ্ট ‘ইন্টারন্যাশানাল প্রমোশন এন্ড গেস্ট রিসিপশন সাব-কমিটি’ এবং ৫ সদস্য বিশিষ্ট ‘ফুড এন্ড কালচারাল সাব-কমিটি’ গঠন করা হয়েছে (তালিকা সংযুক্ত)।

৫ম আহকাব আন্তর্জাতিক মেলা-২০২৩-এ দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ২০০ টি কোম্পানীর পাঁচ শতাধিক ষ্টল রয়েছে যার বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মেলায় বাংলাদেশ, চীন, কোরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ভারত, জার্মানী, স্পেন, মিশর, থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাাতিক অঙ্গনে খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং এ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরণাদি উপস্থাপন করা হবে।  বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারী, পেশাজীবি, শিক্ষার্থী,  ব্যবসায়ী ও সাধারণ জনগণ মেলায় অংশগ্রহনের মাধ্যমে এ সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায়, নতুন বিনিয়োগ, সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান আহরণের মাধ্যমে এ সেক্টরে অবদান রাখতে সক্ষম হবেন। কোন প্রকার প্রবেশ ফি ছাড়াই যে কোন দর্শনার্থী প্রতিদিন সকাল ১০ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থনে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলাটি প্লাটিনাম স্পন্সর হিসেবে ‘ইব্রাটাস ট্রেডিং কোম্পানী’ এবং গোল্ড স্পন্সর হিসেবে ‘ইন্টার এগ্রো বিডি লিমিটেড’ পৃষ্ঠপোষকতা করছে।

Prečo by ženy nemali vyhadzovať banánové šupky: ich úžitok a Neuveriteľne ľahký recept Veľkonočný výzva: Nájdite päť vajíčok Krásne kvety pre cintorín, ktoré nepotrebujú polievať Ako správne sušiť a prať uteráky, aby boli vždy Od Tela k Povoleniu: Ako Sa Domáca francúzska horčica: recept pre 1. Čaro čistenia: Tri rýchle spôsoby, ako sa zbaviť