এফবিসিসিআই এর সাথে বাংলাদেশ এনিমেল সেক্টরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২২ জুলাই-২০২৩ বিকালে বসুন্ধরায় বিপিআইসিসি’র সম্মেলন কক্ষে আসন্ন এফবিসিসিআই নির্বাচনকে সামনে রেখে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের প্রতিনিধিত্বকারী ৭ টি উল্লেখযোগ্য এসোসিয়েশনের নেতৃবৃন্দ এফবিসিসিআই এর বর্তমান সভাপতি  জসিম উদ্দিন ও যিনি এবারের নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি হতে যাচ্ছেন মাহবুব আলমের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের পরিচালক প্রার্থীগণের সাথে সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একটি পরিচছন্ন সুন্দর গঠনমূলক আলোচনা ও মতবিনিময় হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিপিআইসিসি’র সভাপতি ও নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারীর পরিচালক শামসুল আরেফিন খালেদ (অঞ্জন)। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত সংগঠনগুলো হচ্ছে-FIAB, BAB, AHCAB, BAFIITA, BPIA, BAPCA & BDFA। এই মতবিনিময় এর মাধ্যমে আশা করা যায় আগামীতে FBCCI এর নতুন নেতৃত্বের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের এসব নেতৃবৃন্দের সম্পর্ক আরও গভীর ও গভীরতর হয়ে সেক্টরের উন্নয়নে প্রতিবন্ধকতাগুলো দূর করার ক্ষেত্রে FBCCI কার্যকর ভূমিকা রাখবে।

?>