বাংলাদেশ কালচার ফিস উৎপাদনে সারাবিশ্বে চতুর্থ অর্থ্যাৎ চিন, ভিয়েতনাম এবং ভারতের পরের অবস্থান। বৎসরে প্রায় ৩০ লাখ মেট্রিক টন মাছের খাদ্যের চাহিদা রয়েছে। অনেক বিদেশী নামী-দামী খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ দেশীয় ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসব খাদ্যের যোগান দিচ্ছে। কাঁচামালসহ খাদ্যের অন্যান্য উপাদানের ক্রমাগত মূল্য বৃদ্ধির কারণে প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে অনেক প্রতিষ্ঠানই হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে খাদ্যের মান
বাড়ানোর পাশাপাশি খাদ্যোৎপাদন খরচ কমানোর কোন বিকল্প নাই। ইতিমধ্যে মেশিনারিজ সরবরাহকারী কোম্পানীসহ ফিড এডিটিভস সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে এবং তাদের অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ফিস উৎপাদনকারী প্রতিষ্ঠানের এক্সপার্টদের সাথে যোগাযোগ অব্যহত রাখছেন। অনেকেই আবার নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের প্রতিষ্ঠানকে। দীর্ঘ একযুগেরও বেশী সময় ধরে ফিড এডিটিভস সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়নস লিঃ-ও যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ব বিখ্যাত ফিড এডিটিভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান Kemin, HuvePharma এবং Bentoli এর সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের ফিসফিড বিশেষায়িত পণ্য ও সেবা বাজারজাত শুরু করেছে।
Kemin AquaScience™ মূলতঃ ফিসফিডের অত্যাবশ্যকীয় উপাদান ফিসমিল এবং ফিস অয়েলের বিকল্প হিসাবে তাদের Proprevia™ (Shrimp Protein Hydrolysate) ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যাতে করে Vegetable Source Raw Materials ব্যবহার করেও ফিসফিডের স্বাদ ও গন্ধ অটুট থাকে আবার Costing না বেড়ে যায়। Proprevia™ মূলতঃ Feed Intake বাড়ায়, খাদ্যের অপচয় রোধ করে এবং পানির Quality ভালো রেখে সুন্দর Living Environment Create করে।
মাছের Digestive System অত্যন্ত ছোট হওয়ায় খাদ্যে Enzymes ব্যবহার করা অত্যন্ত জরুরী যাতে করে অতিদ্রুত খাদ্যোপাদানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। এক্ষেত্রে বিশ্ববিখ্যাত Bulgarian Company “Huvepharma”-এর Hostazyme® Aqua (NsP,s) এবং Optiphos® Aqua (Phytase) ব্যবহার করে কাংখিত ফলাফল পাওয়া যায়। পণ্য দুটি নিয়নস লিঃ অলরেডি বাজারে নিয়ে এসেছে।
Aquatria™ হজমকৃত খাদ্যোপাদান Efficiently Absorption এবং Utilization-এ সহযোগিতা করে। ফলে অপেক্ষাকৃত Lower Percentage of ক্রোড প্রোটিন ও তৈল ব্যবহার করেও Better Growth পাওয়া যায়। পণ্যটি বাজারে পাওয়া যাচ্ছে।
Stress বা ধকল Fish Mortality বাড়ায় এবং Growth Hamper করে। Stress কমাতে Vit-C অত্যন্ত কার্যকর, কিন্তু ফিস ফিডের জন্য Heat-Stable Vit-C Mandatory. নিয়নস লিঃ অতিশীগ্রই বাজারজাত করতে যাচ্ছে Complevit® AQ-C (Heat-Stable Vit-C) যা আমেরিকার বিশ্ববিখ্যাত ফিড এডিটিভস প্রস্তুতকারী কোম্পানী Bentoli Inc. থেকে আমদানীকৃত।
Moisture Retention is really tough job in extruding feeds without fear of Mould growth. But এখন থেকে এই কঠিন কাজটি অতিসহজেই করা যাবে Aquacurb® LQ 100 with Kemin’s Specialized Mills Smart Solution এর মাধ্যমে। যা Moisture retention এর পাশাপাশি Mould Control করে Shelf Life বাড়াবে এবং Throughput increase করতে সহায়ক হবে।
সর্বোপরি Kemin এবং HuvePharma বিনামূল্যে Liquid Applicator Service প্রদান করে থাকে এবং ভালো মানের ফিড তৈরীতে বিভিন্ন কারিগরি পরামর্শ দিয়ে থাকে।
নিয়নস লিঃ এর বিশেষায়িত ফিস ফিড এডিটিভস পরিচিতিঃ
Kemin AquaScience
1. Proprevia™ : Absorption Enhancer Anti-Stress Moisture is Money Premium quality Shrimp Protein Hydrolysate, Semiliquid product, mainly indicated to replace fish meal and fish oil and enhance feed intake and growth. Can be used in mixer or oil coating with applicator @ 1-2%
2. Aquatia™ : Heat-Stable emulsifier with tributyrin to enhance digestion and absorption of nutrients. Can be replaced significant amount of oil in formulation by using 250- 500gm/MT of feed.
3. Aquacurb™ LQ 100 : Organic acid with surfactant in liquid form that helps to retain optimum moisture in feed and enhance throughput to reduce production cost and extend shelf-life.
Huvepharma
1. Optiphos® Aqua : Granular/Liquid form phytase-10,000 FTU/GM, Specially design for aqua feed application @150- 200gm/MT of Feed.
2. Hostazym® Aqua : Granular/Liquid form NSP,s enzyme for aqua feed application @100-150gm/MT of Feeds.
Bentoli
1. Complevit® AQ-C : Stable and Bio-available Vitamin C for fish and Shrimp feeds. Can be used @140-150gm/MT of Feeds.
For Details Contact: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.