মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে আহকাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ’ (অঐঈঅই) এর নেতৃবৃন্দ। গত ১৪ জুন-২০২৩ বুধবার দুপুর ৩টার সময় আহকাব নেতৃবৃন্দ সচিবালয়ে অবস্থিত মন্ত্রীর নিজ অফিস কক্ষে উক্ত সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত

ছিলেন আহকাব সভাপতি সায়েম উল হক, মহাসচিব মোহাম্মদ আফতাব আলম, সহ-সভাপতি ডাঃ এস এম এফ বি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক এ এম আমিরুল ইসলাম ভূঞা, যুগ্ম সচিব ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান, কার্যনির্বাহী সদস্য মোঃ গিয়াস উদ্দিন খান, মোঃ সায়েদুল হক খান, ডাঃ মোঃ জসিম উদ্দিন, ডাঃ মোঃ মোজাম্মেল হক খান, ডাঃ মোহাম্মদ রাশেদুল জাকির, তারেক মাহমুদ খান, মোহাম্মদ ফায়েজুর রহমান প্রমুখ।

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় আহকাব মেলায় উপস্থিত থাকার জন্য প্রতিনিধিদল এ সময় মন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এনবিআর সংশ্লিষ্ট কিছু ইস্যু সরাসরি মন্ত্রীর সহযোগিতায় সমাধান হওয়ায় আহকাব নেতৃবৃন্দ এ সময় শ ম রেজাউল করিম, এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় তাঁরা ফিড অ্যাক্ট, ওষুধ আমদানি সংশ্লিষ্ট কিছু জটিলতা ছাড়াও সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী প্রতিনিধিদলের সব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী পরামর্শ ও সুবিধা-অসুবিধা দেখার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে আহকাব নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

Skvelé tipy a triky na zlepšenie vášho zdravia, šikovné nápady na domáce remeslá a výborné recepty na vývar z vašej záhrady. Čítajte užitočné články a buďte inšpirovaní pre všetky vaše potreby. Prečo by ženy nemali vyhadzovať banánové šupky: ich úžitok Neuveriteľne ľahký recept na vzdušné cesto na panettone Veľkonočný výzva: Nájdite Krásne kvety pre cintorín, ktoré Ako správne sušiť Od Tela Domáca francúzska horčica: recept 1. Čaro čistenia: Tri rýchle spôsoby, ako sa zbaviť Vynikajúce pochutiny len s 4 vajíčkami: Bombový recept na Veľkú Revolučný nápoj na likvidáciu brušného tuku Ako perfektne prať záclony - užitočné tipy Samokvitnúce kvety ideálne na Praskanie, hnitie a opadávanie: Ako sa vyhnúť Tajomná zbraň pre domáce ženy: rýchle odstránenie plesní Nesporný líder: ktoré ženské meno sa stalo Najlepší čas na výsev kukurice v Chrumkavé kalamáre v cestíčku: Jednoduchý recept krok za krokom Jednoduchý a rýchly veľkonočný šalát 2025: Najlepší čas na výsev kukurice v roku 2025: nezmeškajte Zoznam potravín Vplyv pitia vody s citrónom a kurkumou na Ako účinne vytlačiť holuby z vášho záhradného rajónu: ktoré farby Zemiaková kaša: Najlepší spôsob Ako sa obliecť Semená zemiakov a Zaujímavé tipy a triky pre každodenný život, skvelé recepty a užitočné články o záhradníctve. Objavte najnovšie informácie a nápady, ktoré vám uľahčia každodenný život a pomôžu vám v kuchyni aj na záhrade.