The 2nd day show kicked off with a workshop - "Feed FormulationManaging Costs conducted by WPSA.

The organiser are  thankful to Y.S.P. Industries for leading a group of Taiwan poultry and pig farms to visit the show. We had also invited group delegation from India, Myanmar Livestock Federation, and Cambodia Livestock Raisers Association.

ক্রাউন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কে জি এস গ্রুপের অংগ প্রতিষ্ঠান) গত ২৮/৮/২৩ তারিখে ফেনী ফুলগাজিতে  পোল্ট্রি ও ক্যটেল ব্যবস্থাপনার উপর টেকনিক্যাল সেমিনার  আয়োজন করে। এলিগেণ্ট ফিডের সম্মানিত পরিবেশক  ভুইয়া পোল্ট্রির সত্ত্বাধিকারি, খামারিবৃন্দ উপস্থিত থেকে সেমিনার কে প্রাণবন্ত করেন।

২ আগস্ট ২০২৩, সিলেট: বিগত বছর গুলোতে সিলেট বিভাগে পুষ্টিসূচকের যথেষ্ঠ উন্নতি হয়েছে,তবে দুধ উৎপাদনে এখনও অনেকটাই পিছিয়ে। এদিকে সারা দেশে পুষ্টি ও প্রোটিন বিষয়ক জনসচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচুর কাজ হলেও এখনও সাধারণ মানুষের মাঝে তথ্য ও জ্ঞানের অভাব রয়েছে। আছে ভুল ধারণা ও কুসংস্কার। তাই সরকার ঘোষিত পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাস্থ্যবান ও মেধাবি জাতি গঠন করতে হলে -পুষ্টি বিষয় কপ্রচার-প্রচারণায় স্কুলের শিক্ষক ও মসজিদের ইমামদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আজ সিলেট শহরে অনুষ্ঠিত “রাইটটু প্রোটিন” শীর্ষক সেমিনারে পুষ্টি বিশেষজ্ঞ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মসজিদের ইমামগণ এ মতামত তুলে ধরেন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউ.এস.এস.ই.সি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তেলাপিয়া মাছ l আমাদের দেশের মোট চাষযোগ্য মাছের মধ্যে তেলাপিয়া দ্বিতীয় স্থান দখল করে আছে l সকল বাজারেও তেলাপিয়ার আধিক্য নিয়মিত পরিলক্ষিত । বর্তমানে বাংলাদেশের শ্রমজীবী প্রতিটি মানুষের মাছ ক্রয় করার মত সামর্থ্য আছে যা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্ধিত প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে। এই মাছের যোগানের পেছনে ফিসটেক এবং বেসরকারি সকল কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উল্লেখ্য, কৃষি সেক্টর থেকে সরকারের আয়ের প্রায় ২৩ শতাংশ আসে মাছ থেকে।

গত ২৯ জুলাই ২০২৩ রোজ শনিবার বিকালে ‘বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানীজ এসোসিয়েশন’ (বাপকা) এর এজিএম-২০২৩ অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ের EON Convention Center-এ। কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বক্তব্যে নিজামউদ্দিন সেলিম বলেন, সঠিক পলিসি হলে বাগদা চিংড়ী চাষে সফলতা আসবে। একুয়া সম্পৃক্ত সমস্ত সংগঠন একই ছাদের নীচে এসে একযোগে কাজ করতে হবে। খুলনা থেকে আগত এম এ পান্না বলেন, যে সমস্ত একোয়া সংগঠনগুলো আছে, সবাই একসাথে প্রশাসনের সহায়তা নিয়ে সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

July 1, 2023Vaxxinova, a global leader in animal health and vaccines, is pleased to announce the appointment of Dr. Zahid Hossain as the country representative for Bangladesh. With his extensive experience in the poultry production industry and expertise in poultry disease diagnosis, Dr. Zahid will play a crucial role in driving business development and ensuring the success of Vaxxinova in the country.

?>