মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে বাফিটা নেতৃবৃন্দের সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন’ (ইঅঋওওঞঅ) এর নেতৃবৃন্দ। গত ১৪ জুন-২০২৩, বুধবার দুপুর ৩টার পর সচিবালয়ে অবস্থিত মন্ত্রীর নিজ অফিস কক্ষে বাফিটা নেতৃবৃন্দ উক্ত সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত

ছিলেন বাফিটা সভাপতি সুধীর চৌধুরী, নব নির্বাচিত সভাপতি এ.এম আমিরুল ইসলাম ভূইয়া, মহাসচিব জয়ন্ত কুমার দেব, সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খান, যুগ্ম-মহাসচিব মোঃ মাহবুবুল আলম, কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডাঃ রাশেদুল জাকির, মোহাম্মদ শাহ আকরাম।
বাফিটা নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীকে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৩-২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ ও আমন্ত্রণ জানান। এছাড়াও নেতৃবৃন্দ বর্তমান ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ও সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ফিড তৈরিতে প্রয়োজনীয় প্রোটিন ভেজিটেবল প্রোটিন সোর্স দিয়ে মেটানো যেমন সম্ভব নয়; তেমনি উৎপাদন খরচও বেশি। এ সময় তাঁরা প্রাণিজ প্রোটিন আমদানি সহজ করার অনুরোধ জানান। মন্ত্রী প্রতিনিধিদলের সব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে বাফিটা নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

?>