আমেরিকার আটলান্টিস বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অর্গানাইজেশনের সাধারন সম্পাদক ডা: মো: মুস্তাফিজুর রহমান পাপ্পু


উত্তর আমেরিকা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংগঠন ATLANTIS UNIVERSITY STUDENT’S LIFE ORGANIZATION –(AUSLO) এর ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন  স্যাম সফটা এবং সাধারন সম্পাদক পদে ডা: মো: মুস্তাফিজুর রহমান পাপ্পু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি প্রশান্ত সিংহ, অপারেশন অফিসার রোজালিন্ডা বালাভারসা এবং ট্রেজারার পল গাংগবংগ।  

বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট ডীন প্রফেসর মিয়া মেরিট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য পাওয়া যায়। নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক ডা: মো: মুস্তাফিজুর রহমান পাপ্পু বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়া অনেক সৌভাগ্যের, এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার এক্টিভিটিজ , পারস্পারিক সোহার্দ্য বৃদ্ধিতে নব গঠিত কমিটির সকল সদস্য এক সাথে কাজ করবে।

উল্লেখ্য ডা: মো: মুস্তাফিজুর রহমান পাপ্পু পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এ গ্রাজুয়েশন সম্পন্নের পর ভেটেরিনারি প্যাথলজিতে ১ম মাস্টার্স ডিগ্রি অর্জন করে বর্তমানে অত্র বিশ্ববিদ্যালয়ে ২য় মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন।  তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

?>