নয় লাখ টাকায় বিক্রি হয়েছে এসিআই সিমেনের ষাঁড় "সম্রাট"

এবারের (২০২৩) গাবতলীর গরুর হাটে সর্বোচ্চ ওজনধারী গরুটি ছিল টাঙ্গাইলের "সম্রাট"। ৩ বছর ১০ মাস বয়সী ৬ দাঁতের ষাঁড়টির লাইভ ওয়েট ছিল ১৫৬৫ কেজি। হলেস্টিন ফ্রিজিয়ান জাতের এই খামারি নিজের গোয়ালেই পালন করেন এই ষাঁড়টি।
বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই এনিমেল জেনেটিএক্স-এর সিমেন দ্বারা উৎপাদিত এ ফ্রিজিয়ান জাতের

ষাঁড় গাবতলীর সকল ষাঁড় গুলোর ভিতরে সব থেকে বড় ষাঁড় বলে দাবি করেছেন  খামারি আব্দুস সামাদ।
খামারি আব্দুস সামাদ বলেন, নিজের খামারে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খাইয়ে এই গরুটি লালন পালন করেছি। গরুটি ১৫ লক্ষ টাকা চাইলেও শেষ পর্যন্ত ৯ লাখ টাকায় বিক্রি হয়।
এসিআই এনিমেল জেনেটিক্স এর বিজনেস ডাইরেক্টর মোজাফফর উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের গবাদি পশুর জাত উন্নয়নে এসিআই সিমেন এক বিশেষ ভূমিকা রেখে চলেছে যার উজ্জ্বল দৃষ্টান্ত টাঙ্গাইলের সম্রাট। এসিআই সিমেন দ্বারা উৎপাদিত বাংলাদেশে এবছর প্রায় পঞ্চাশ হাজারের অধিক ষাঁড় প্রস্তুত রয়েছে বিক্রয়ের জন্য।
এনিমেল জেনেটিকসের মার্কেটিং ম্যানেজার মনিরুজ্জামান গরুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে বলেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্ট করা ষাঁড়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন এসিআই এনিমেল জেনেটিকসের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ তুখলিফুল মিয়াদসহ আরো অনেকে।

?>