মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে আহকাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Category: লাইভস্টক বিজনেস Written by pnews

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম.পি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ’ (অঐঈঅই) এর নেতৃবৃন্দ। গত ১৪ জুন-২০২৩ বুধবার দুপুর ৩টার সময় আহকাব নেতৃবৃন্দ সচিবালয়ে অবস্থিত মন্ত্রীর নিজ অফিস কক্ষে উক্ত সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত

ছিলেন আহকাব সভাপতি সায়েম উল হক, মহাসচিব মোহাম্মদ আফতাব আলম, সহ-সভাপতি ডাঃ এস এম এফ বি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক এ এম আমিরুল ইসলাম ভূঞা, যুগ্ম সচিব ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান, কার্যনির্বাহী সদস্য মোঃ গিয়াস উদ্দিন খান, মোঃ সায়েদুল হক খান, ডাঃ মোঃ জসিম উদ্দিন, ডাঃ মোঃ মোজাম্মেল হক খান, ডাঃ মোহাম্মদ রাশেদুল জাকির, তারেক মাহমুদ খান, মোহাম্মদ ফায়েজুর রহমান প্রমুখ।

আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় আহকাব মেলায় উপস্থিত থাকার জন্য প্রতিনিধিদল এ সময় মন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এনবিআর সংশ্লিষ্ট কিছু ইস্যু সরাসরি মন্ত্রীর সহযোগিতায় সমাধান হওয়ায় আহকাব নেতৃবৃন্দ এ সময় শ ম রেজাউল করিম, এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় তাঁরা ফিড অ্যাক্ট, ওষুধ আমদানি সংশ্লিষ্ট কিছু জটিলতা ছাড়াও সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী প্রতিনিধিদলের সব কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী পরামর্শ ও সুবিধা-অসুবিধা দেখার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে আহকাব নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।