রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন এর বার্ষিক বনভোজন

Category: আজকের সংবাদ Written by pnews

গত ৭ ই ফেব্রুয়ারী "রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন "এর বার্ষিক বনভোজন " স্বপ্নপুরি,নবাবগঞ্জ, দিনাজপুর, এ অনুষ্ঠিত হয়ে গেল।
ঐদিন খুব সকাল বেলা রওনা দিয়ে ১১ টার দিকে ফ্যামিলি এবং স্পন্সর মেম্বার সহ প্রায় ১০০জন স্বপ্নপুরি পৌছায়।নাস্তা সেরে সবাই ফ্যামিলি নিয়ে বিভিন্ন রাইট এ চড়া সহ, স্বপ্নপুরির সৌন্দর্য উপভোগ করে।এদিকে সবার ঘুরাঘুরি চলার ফাঁকে বাবুর্চি দুপুরের খাবার রান্না শেষ হয়ে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে ফেলি।

এ পিকনিকের আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে ডাঃ মাহমুদ এবং সদস্যসচিব হিসেবে ছিলেন ডাঃ বাপ্পী। কমিটির অন্যান্য সদস্য হিসেবে ছিলেন ডাঃ শ্যামল সরকার, ডাঃ শাহ আযম, ডা: মিলকান, ডাঃ রাফসান জনি, ডাঃরাহী এবং ডাঃ জিম। এছাড়াও সবাই সহযোগিতা করেন।

দুপুরের খাওয়ার পরে স্পন্সরদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সন্চালনা করেন ডাঃ মাহমুদ।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সেক্রেটারি ডাঃ এ এফ এম শামীম। উনি সকল স্পন্সরদের স্বাগত জানান এবং  আয়োজক কমিটি এবং ফ্যামিলি মেম্বারদের ধন্যবাদ জানান।অতীতে সংগঠনের বিভিন্ন সেবামূলক কাজের কথা তুলে ধরেন এবং এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এরপরে সকল স্পন্সরদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্লাটিনাম স্পন্সর হিসেবে এসিআই এনিমেল হেলথ লি. থেকে ক্রেস্ট নেন সেলস্ ম্যানজার কামরুল হুদা, এমএম এগ্রো লি.,  এর পক্ষ থেকে আরিফ।  গোল্ড স্পন্সর হিসেবে রালস্ এগ্রো লি, এর  পক্ষ  থেকে ক্রেস্ট নেন  ন্যাসনাল সেলস ম্যানেজার মোফাক্কারুল ইসলাম।সিলভার স্পন্সর হিসেবে ইনসেপ্টা কোম্পানির পক্ষ থেকে রিজওনাল ম্যানেজার আর এম রুমান  কবির,অপসোনিন এগ্রোভেট এর পক্ষ থেকে রিজিওনাল ম্যানেজার এমডি.ইব্রাহীম , ইমপপাল্স এগ্রিসায়েন্স এর পক্ষ থেকে মো:সাজ্জাদ এবং এসএমজি  এর পক্ষ থেকে ম্যানেজার  মি.ফারুক হোসেন।
কোম্পানির সকল প্রতিনিধি গণ শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে সহযোগি হিসেবে থাকার আশ্বাস দেন। এজন্যে তারা এসোসিয়েশন  সকল ডাক্তারদের কাছে সহযোগিতা চান।

এরপরে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও  অংশগ্রহণকারী প্রতিটি পরিবার এবং বাচ্চাদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

সবশেষে সংগঠনটির সভাপতি ডাঃ ভূবনানন্দ রায় (সবুজ) আয়োজক, স্পন্সর এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং সকল স্পন্সরদের এসোসিয়েশন এর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।


সংগঠনের প্রতিটি সদস্যের বন্ধন যেন আরও মজবুত থাকে, এজন্যে  ছোট খাট অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন।
এছাড়াও সামনের বছর আরও বড় পরিসরে জমকালো আয়োজন করার আশা ব্যক্ত করেন এবং  সবার সুস্হতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।