নাহার এগ্রো’র বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪ সফলভাবে সম্পন্ন

Category: আজকের সংবাদ Written by pnews

২৫ নভেম্বর ২০২৪, কক্সবাজারের হোটেল লং বিচ এ নাহার এগ্রো'র উদ্যোগে অনুষ্ঠিত হলো "বিজনেস পার্টনার্স কনফারেন্স ২০২৪"। কনফারেন্সে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০০ এর বেশী খামারী এবং পরিবেশক। খামারীরা অনুষ্ঠানে নিজেদের মতামত ব্যাক্ত করেন একই সাথে এই সেক্টরকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এক সাথে কাজ করার অংগীকার করেন। প্রাণিসম্পদ খাতের অগ্রগতি ও পরিবেশকদের অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠান প্রাণবন্ত ও গৌরবময় মুহূর্তে পরিপূর্ণ ছিল।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ রেয়াজুল হক। সভাপতিত্ব করেন নাহার এগ্রো'র সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রকিবুর রহমান টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আতিয়ার রহমান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম; প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, ফার্মাকোলজি বিভাগ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়; এবং ডা. এ কে এম খসরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক, ইন্টার এগ্রো বিডি লিমিটেড।


অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নাহার এগ্রো'র পরিচালক জনাব তানজিব জাওয়াদ রহমান। বিশেষ বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ শামসুদ্দোহা, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক, নাহার এগ্রো।
কনফারেন্সে পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল ফটোসেশন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, এবং র‍্যাফেল ড্র। সবশেষে একটি জমকালো নৈশভোজের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।


নাহার এগ্রো'র এই কনফারেন্সটি ছিল ব্যবসায়িক অংশীদারদের অনুপ্রাণিত করার এক অনন্য উদ্যোগ।