JNS Technology এর ১০ম বর্ষে পদার্পণ

Category: আজকের সংবাদ Written by pnews

JNS Technology এর স্বত্ত্বাধিকারী জনাব মোঃ জাকির হোসেন দীর্ঘদিনযাবৎ পোল্ট্রি  পুষ্টি ও স্বাস্থ্য পণ্য আমদানী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকুরী করেন। পরবর্তীতে ২০১২ সালে একটি যৌথ প্রতিষ্ঠান স্থাপন করেন এবং পরবর্তীতে ২০১৫ সালের ২৬ মে এককভাবে JNS Technology নামে বর্তমান একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এবং এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসাবে কর্মরত আছেন।

তিনি উন্নত বিশ্বের বিভিন্ন দেশের প্রাণী পুষ্টি ও খাদ্য পণ্য আমদানী ও বাজারজাত করেন। এর মধ্যে স্পেন, চীন এবং মঙ্গোলিয়া অন্যতম।
জনাব জাকির হোসেন JNS -এর দশমবর্ষে পদার্পণ উপলক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।